নগরকান্দায় চোর সন্দেহে ৮৩ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
- ফরিদপুর প্রতিনিধি
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১১
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে বিল্লাল গাজী নামে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশায় সড়কের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে, অটোভ্যান চোর সন্দেহে গোয়ালপোতা গ্রামের বাসিন্দারা মঙ্গলবার রাতে তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
বিল্লাল গাজী খুলনার পাইকগাছা উপজেলার লক্ষ্মীখুলা গ্রামের মরহুম শহর আলী গাজীর ছেলে।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, ‘বিল্লাল গাজী মঙ্গলবার রাত দেড়টার দিকে গোয়ালপোতা গ্রামের লতিফ মণ্ডলের বাড়িতে গিয়ে ওঠেন বলে জানতে পেরেছি। পরে বাড়ির উঠানে রাখা একটি অটোভ্যানের ওপর বসেছিলেন। কিন্তু লতিফের বাড়ির লোকজন তাকে ভ্যান চোর সন্দেহ করে। তাকে জিজ্ঞাসাদ করলে তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। একপর্যায় ঘটনাটি আশপাশের বাসিন্দারা জানতে পেরে ওই বাড়িতে জড়ো হয়। পরে গ্রামবাসী মিলে ওই বৃদ্ধকে কিল-ঘুষ ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে এবং তার লাশ পাশের শংকরপাশায় সড়কের পাশে একটি বাগানের মধ্যে ফেলে রাখে।’
তবে বিল্লাল গাজীকে হত্যার বিষয়টি জানেন না দাবি করে লতিফ মণ্ডল বলেন, ‘ওই বৃদ্ধ গভীর রাতে ভ্যান চুরি করতে এসেছিল। পরে তাকে গ্রামবাসীর হাতে তুলে দেয়া হয়। এখন গ্রামের লোকজন তাকে কী করেছে আমরা জানি না। আমাদের ধারণা, তিনি এমনিতেই মারা গেছেন।’
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ‘ভোরবেলা স্থানীয়রা বাগানের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।’
শংকরপাশা বাজারের এক দোকানী জানান, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে শংকরপাশা বাজার থেকে পান কিনে খান (বিল্লাল গাজী)। এ সময় তাকে কিছুটা অসুস্থ দেখাচ্ছিল। ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।’
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো: আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে ওই বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।