১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

নিহত গার্মেন্টসকর্মী - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে শামীম (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে।

নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু হেটে যাওয়ার সময় এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫ থেকে ২০ জন শামীমের ওপর হামলা চালায়। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। এতে শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। এরপর শামীমকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমের বড় ভাই বাবলু বলেন, রাত ৭টার দিকে বাসা থেকে একা বের হয়। ১৫-২০ মিনিট পর তাকে মোবাইল ফোনে জানানো হয় যে আপনার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। সে এখন খানপুর হাসপাতালে আছে। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শামীমকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, একটি মোবাইলকে কেন্দ্র করে তার ভাইকে নাসির গ্রুপের সন্ত্রাসী শুক্কুরসহ তার সহোযোগিরা ছুরিকাঘাত করে হত্যা করে।

তিনি বলেন, নিহত শামীমের এক বন্ধুর মোবাইল ঘাতকচক্র ছিনতাই করে নিয়ে গিয়েছিল। এ নিয়ে বিচার শালিসিও হয়। এতে ক্ষিপ্ত ছিল ঘাতক চক্র। পরে এর জের ধরেই ছোট ভাই শামীমকে হত্যা করা হয়। যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ জানান, লাশ ঢাকা মেডিক্যাল মর্গে আছে। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

সকল