কালিয়াকৈর ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৫, আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৩
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। বিকেল পর্যন্ত তারা প্রায় তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে ও বিক্ষোভ করে।
এতে মহাসড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানবাহনের যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়ে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিকের নাম শিরিন আক্তার (৩০)। তিনি হরিণহাটি এলাকার স্টারলিংক লিমিটেড নামের পোশাক তৈরির একটি কারখানার শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে খাবারের বিরতির সময় বাসায় যাওয়ার জন্য শিরিন আক্তারসহ স্টারলিং লিমিটেড কারখানার কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। তাদেরকে সড়ক পার হতে লাল পতাকা নিয়ে সিগন্যাল দিয়ে সহায়তা করছিলেন নিরাপত্তাকর্মীরা। এ সময় টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি ট্রাক শিরিন আক্তারকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার সময় ট্রাকের ধাক্কায় আরো তিন শ্রমিক আহত হন।
আরো জানা গেছে, শ্রমিক হতাহতের খবর পেয়ে কারখানার শত শত শ্রমিক বিক্ষুব্ধ হয়ে উঠে এবং লাঠিসোটা নিয়ে মহাসড়কে নেমে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং অর্ধশতাধিক গাড়ির কাঁচ ভাঙচুর করে। মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারী শ্রমিকদের সাথে কথা বলে তাদের মহাসড়কের ওপর থেকে সরিয়ে দেয়। বিকেল সোয়া ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ ও নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, এক নারী শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে বিক্ষোভ করে এবং মহাসড়কে অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে কারখানাটির সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যবস্থা করা হবে।