বশেমুরকৃবির হল খুলছে বৃহস্পতিবার, ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৯
শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হল খোলার ও ২২ সেপ্টেম্বর ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে বশেমুরকৃবির দায়িত্বে থাকা প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ আলোচনা সভায় উপস্থিত সকল অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় শিক্ষার্থীদের প্রধান স্টেকহোল্ডার আখ্যা দিয়ে প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ারের কথা চিন্তা করে হল খুলে দেয়া ও ক্লাসে ফিরে যাওয়াই বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য। তারা যাতে আর একাডেমিভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য আমাদের অত্যন্ত তৎপর হতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি যথাযথ মূল্যায়ন ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান কারিকুলামের মান অক্ষুণ্ণ রাখার বিষয়েও তিনি আলোকপাত করেন। সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে উপস্থিত শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা