১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

মধুপুরে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ২

- প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার ওই নারী নিজেই বাদি হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী (হিরণ বাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে।

আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়ি হিরণবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে মোধ আরিফ হোসেন (২৩) ও একই এলাকার মো: আয়নালের ছেলে মো: রুবেল (২৩)।

উভয় আসামিকেই মধুপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।

মামলার বিবরণী ও বাদির বয়ান থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত অনুমান ১টা ১০ মিনিটের সময় উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের অ্যাডভোকেট রেজাউল করিম হিরনের পুকুর পাড়ের কাচারী ঘরের দক্ষিণে খড়ের পালার পাশে প্রেমিকের (বর্তমানে স্বামী) সাথে দেখা করতে যান ভুক্তভোগী ওই নারী। এ সময় বিবাদিরা বাজার থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ওই নারীকে একা নির্জনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে জানতে চান- তিনি এত রাতে এখানে কেন? তখন তিনি তার প্রেমিকের সাথে দেখা করতে এসেছেন বলে জানালে বিবাদিরা তার প্রেমিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। ফোন পেয়ে সেখানে এলে আসামিরা প্রেমিককে বেঁধে ফেলেন এবং ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতব্বররা উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বিবাদিরা আপসের কথা শুনে পুনরায় মেয়েটিকে ধর্ষণের হুমকি দেন তার স্বামীর কাছে। এতে মঙ্গলবার ধর্ষিতা নিজেই বাদি হয়ে ওই দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা ও আসামিদের আজ আদালতে প্রেরণপূর্বক অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ঋণখেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না : মির্জা ফখরুল জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা

সকল