কালিয়াকৈরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
- কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
- ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাব্বির আহমেদ (১৭) এক ছাত্রকে কুপিয়ে জখম করে ১০তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।
সোমবার রাত ৮টার দিকে সফিপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
সাব্বির উপজেলার সফিপুর আহমদ নগর চৌরাস্তা এলাকার মরহুম লিটন মিয়ার ছেলে। সে এবার আন্ধার মানিক গ্রামের আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সফিপুর বাজার বালুর মাঠ এলাকায় একটি ১০তলা ভবনের ছাদে সাব্বির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুড়ি ভাজা খাবার জন্য আয়োজন করতে বললে, এক বন্ধু রিফাত মুড়ি চানাচুর আয়োজন করতে নিচে যায়। এর কিছুক্ষণ পর সাব্বিরকে ছাদ থেকে পড়তে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও একটি আঙ্গুল কাটা ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কাটা আঙ্গুল ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা