১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

জনগণের সেন্টিমেন্ট বুঝে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার করতে হবে : মতিউর রহমান আকন্দ

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো: মতিউর রহমান আকন্দ বলেছেন, জনগণের সেন্টিমেন্ট বুঝে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংস্কার করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জুলুমতন্ত্ররের জুডিশিয়ারি কায়েম করেছিল। যার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাহসহ বিরোধী মতের অনেক নেতৃবৃন্দ। ছাত্র-জনতা-শিক্ষক-সাংবাদিক-পেশাজীবী সকলের অংশগ্রহণে নানান সংগ্রাম-আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট বিপ্লব সাধিত হয়েছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে। এখন সর্বক্ষেত্রে প্রয়োজন মাফিক সংষ্কার দরকার। প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন পদ্ধতি, ভোটিং পদ্ধতি, ক্ষমতার ভারসাম্যহীনতা মিডিয়ার স্বাধীনতা এ সবগুলো সমন্বিতভাবে সংস্কার করা প্রয়োজন।

সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, আফজাল হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সংবাদের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মুজিবুর রহমান, একাত্তর টিভির সাংবাদিক ইকবাল আহমদ সরকার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি হাফেজ আবু হানিফ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা নোয়াখালীতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

সকল