সাভারে মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাবাল-ই-নূর দাখিল মাদরাসার ছাত্র ছায়াদ মাহমুদ খান সাদকে (১২) গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম ২০-৫০ জনকে আসামি করে আরো একটি মামলা করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলা তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: মতিউর রহমান নয়া দিগন্তকে সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে ৮ সেপ্টম্বর মামলাটি করেন নিহত শিক্ষার্থীর বাবা বাহাদুর খান। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় নয়টি মামলা দায়ের করা হলো।
শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বিশ্ব ব্যাংকের সাবেক অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই সাভারের শাহীবাগ এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিবারের সবার অলক্ষ্যে বাসার নিচে টিয়ারশেলের ধোয়ার দৃশ্য দেখতে গিয়ে সাভার নিউ মার্কেট এলাকায় বাম পায়ের উরুতে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন স্থানীয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছায়াদ মাহমুদ খান সাদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ধল্লাবাজার এলাকায়। নিহতের বাবা প্রবাসী বাহাদুর খান জানান, স্ত্রী হালিমা আক্তার, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি পৌর এলাকার চাপাইন রোডের শাহীবাগ এলাকায় ভাড়া থাকতেন। তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিল সাদ। বড় মেয়ে তাসলিমা খানম নাজনীন (২০) সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর ছোট মেয়ে আফরোজা খানম নুসরাত (৮) একই মাদরাসার মহিলা শাখার ছাত্রী ছিল।