মাঝিনা মাদরাসার জমি রক্ষায় শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন
- ডেমরা (ঢাকা) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৯
রূপগঞ্জের মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদরাসার জমি রক্ষায় মানববন্ধন করেছে মাদরাসাটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসার সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী, মো: হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম, মো: শাহজাহান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন, যুবদলের নেতা আব্দুল মালেক ও হাজী মোহাম্মদ সাহাজ উদ্দিনসহ অন্যরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বক্তারা বলেন মাদরাসার জমি রক্ষায় প্রয়োজনের রক্ত দিব তবুও মাদরাসার এক ইঞ্চি জমিও দখল করে নিতে দিব না।
আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমি আমরা রক্ষা করবই করব।