শ্রীপুরের সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
- শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী (২৯) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা উত্তরপাড়ার জাবের স্পিনিং মিলের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
আক্কাস আলী শেরপুর জেলার শ্রীবরদী থানার মলামারী গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি মাওনা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
সূত্রে জানা গেছে, আক্কাস আলী সকালে বাসা থেকে বাইসাইকেলে করে জাবের স্পিনিং মিলের সামনে এটিএম বুথ থেকে বেতনের টাকা তুলে ফেরার পথে মীর সিরামিকের পশ্চিম পাশে আসার পর একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসহাক বলেন, ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।