কালিয়াকৈরের সরকারি বনে মিলল নোয়া গাড়ি
- কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর খোয়াজ মার্কেট এলাকায় সরকারি বনের ভেতর থেকে একটি নোয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) গাড়িটি উদ্ধারের আগে ২৪ ঘণ্টা বনের মধ্যেই পড়েছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার কালামপুর খোয়াজ মার্কেট এলাকায় গত শনিবার ভোরে বনের ভেতর গাড়িটি দেখতে পায় এলাকাবাসী। গাড়িটি থেকে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি হেঁটে সোহাগ পল্লী রাস্তায় যেতে দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও গাড়িটি বনের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। যা দেখে এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত হয়ে গেলেও গাড়িটি নির্দিষ্ট স্থানেই দেখা যায়।
পরে এলাকাবাসী কালিয়াকৈর থানায় খবর দিলে রোববার বিকেলে পুলিশ সরকারি বনের ভেতর থেকে ঢাকা মেট্রো চ-১১৫২২৪ নোয়া গাড়িটি উদ্ধার করেন। গাড়ির ভেতর কোনো মালামাল পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে দুষ্কৃতকারীরা গাড়িটি রেখে পালিয়ে গেছে।
কালিয়াকৈরে থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির ভেতরে কোনো মালামাল পাওয়া যায়নি।