১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গাজীপুরে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, ২ ঘণ্টা অবরোধ

গাজীপুরে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, ২ ঘণ্টা অবরোধ - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রোববার (৮ সেপ্টেম্বর) জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটিকে ওই স্টেশনে আটকে রেখে ঢাকা-ময়মনসিংহ রেলপথ প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে এলাকাবাসী রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে সকল লোকাল কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে আসছিল। তারা রোববার স্টেশন এলাকায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়ে মাইকিং করে এবং ব্যানার ও পোস্টারের মাধ্যমে প্রচার চালায়। এর পরিপ্রেক্ষিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন স্টেশনে এসে জড়ো হয়ে ওই দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ শুরু করে। এ সময় জামালপুর হতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে।

এ সময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেয়া হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে জামালপুর কমিউটার ট্রেনটি চালাতে দেন বিক্ষোভকারীরা। ট্রেন ছেড়ে দেয়ার সময় তারা তাদের দাবি মেনে নেয়া না হলে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়ার আল্টিমেটাম ঘোষণা দেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজগর শেখ বলেন, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এলাকার বহু মানুষ ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। কিন্তু এখানে ট্রেন না থামায় তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই এখানে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন এলাকাবাসী। আমরা ট্রেনগুলো যাত্রাবিরতির জন্য রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ রেল মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।


আরো সংবাদ



premium cement