১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

শ্রীনগরে ফার্নিচারের দোকান পুড়ে ছাই

শ্রীনগরে ফার্নিচারের দোকান পুড়ে ছাই - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বালাশুর চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়।

জানা গেছে, মাহাবুব মাঝির সুবর্ণা-রাব্বি ফার্নিচার, মামুনুর রহমানের মেসার্স মামুন ফার্নিচার নামে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় পার্শ্ববর্তী অপর একটি প্রতিষ্ঠান আংশিক ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী দাবি করেছেন প্রায় ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে তাদের। স্থানীয়দের ধারনা মতে ভোরে বৃষ্টির সময় বজ্রপাতের কারণে আগুণের সূত্র হয়ে থাকতে পারে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, উপস্থিত র‌্যাব সদস্যগণ ও স্থানীয় জনতার সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে করে সড়কের পাশে পার্শ্ববর্তী অন্য ব্যবসা প্রতিষ্ঠান আগুনের হাত থেকে রক্ষা পায়। ঠিক কি কারণে আগুনের সূত্র হয় তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।


আরো সংবাদ



premium cement