১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

অভ্যন্তরীণ সমস্যায় ৩২টি গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা, আটক ৪

সাভার-আশুলিয়া পোশাক কারখানার নিরাপত্তায় বিএনপি নেতাদের পাহাড়া
সাভার-আশুলিয়া পোশাক কারখানার নিরাপত্তায় বিএনপি নেতাদের পাহাড়া - ছবি : নয়া দিগন্ত

সাভার-আশুলিয়ায় গার্মেন্টস সেক্টরে চলামান অস্থিরতা নিরসনে এবং গার্মেন্টস শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর তত্ত্বাবধানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহাড়া দিয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে পাহাড়ার ব্যবস্থা করেন তারা। সকাল থেকে আশুলিয়ায় এলাকার বিভিন্ন পোশাক কারখানার এমন দৃশ্য চোখে পড়েছে।

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেন, দলীয় হাই কমান্ডের নির্দেশনা মোতাবেক আমাদের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সুতরাং এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার অক্ষুণ্ণ রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী জীবনবাজী রেখে কাজ করতে প্রস্তুত রয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর তার দোসররা দেশের ক্রান্তিকালে দায়িত্ব নেয়া অন্তবর্তীকালীন সরকারকে বিব্রত করতে এবং গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। আমরা তাদের এই অশুভ চক্রান্তকে সফল হতে দেব না। পোশাকখাতসহ দেশের উন্নয়নে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে বিএনপি তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গার্মেন্টস শিল্পের একজন পরিচালক বলেন, রোববার সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গার্মেন্টস শিল্পকে রক্ষায় কারখানা ফটকের সামনে পাহাড়ার ব্যবস্থা করেছেন। এটি নিসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই। আশা করি তাদের এমন উদ্যোগ গার্মেন্টস শিল্পকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের ফ্যাক্টরির নিরাপত্তার বিষয়ে আমরা কিছুটা উৎকণ্ঠার মধ্যে থাকলেও তাদের এই উদ্যোগের ফলে সেটি দূর হয়েছে। এখন আমাদের ফ্যাক্টরির কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এদিকে রোববার দুপুর ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে শারমিন-হা-মীম গ্রুপসহ ৩২টি গামের্ন্টস কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে নয়াদিগন্তকে নিশ্চিত করে জানান, শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম।

জানা যায়, আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলের কারখানায় হঠাৎ করে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় একাধিক বৈঠক করেছে বিজিএমইএ। ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ ভবনে এসব সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবুকে আমন্ত্রণ জানান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার সহযোগিতা চান। পরে সাবেক সংসদ সদস্য নবীনগর থেকে বাইপাইল, ডিইপিজেডসহ আশুলিয়া এলাকার সকল কারখানায় প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাহাড়ার দায়িত্ব নেন। প্রতিটি কারখানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ২০-২৫ জন করে নেতাকর্মী অবস্থান নিয়েছে। তারা কারখানা মালিকদের সাথে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করছেন। এরমধ্যে শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খানকে সাথে নিয়ে ওই এলাকায় শ্রমিক সমাবেশ করেন ডা. দেওয়ান মো: সালাউদ্দিন।

তখন তিনি বলেন, শ্রমিক পরিচয়ে যারা বিভিন্ন দাবি দাওয়া করছেন তার সবই যৌক্তিক নয়। হঠাৎ করে নতুন সব দাবি করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। পোশাক কারখানায় অস্থিতিশীলতা তৈরি করতে কিছু ঝুট ব্যবসায়ীর ইন্ধনে এসব হচ্ছে বলে তিনি মনে করেন। এসব ভাঙচুরের সাথে প্রকৃত শ্রমিকরা নয় কিছু ভাড়াটে লোক জড়িত। বিএনপির হাইকমান্ডের নির্দেশে পাঁচ শতাধিক কারখানায় নিয়মিত পাহাড়া দিচ্ছেন নেতাকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চলবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা।

এদিকে শনিবার বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের পরিচালনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রিয় নেতা ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামালউদ্দিন সরকার, বিএনপি নেতা সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিলউদ্দিন, ঢাকা জেলা শ্রমিক দল সভাপতি দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, সাভার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো: রেফাত উল্লাহ, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলাম।

উৎপাদনমুখী আশুলিয়া শিল্পাঞ্চল : ৩২টি ছুটি ঘোষণা,আটক ৪
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিভাগ প্রতিষ্ঠানেই রোববার (৮ সেপ্টেম্বর) উৎপাদন কার্যক্রম চলছে। সকাল থেকে স্ব স্ব কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে অভ্যন্তরীন সমস্যার কারণে ৩২টি পোশাক কারখানা দুপুর ১২টা পর্যন্ত ছুটি দেয়া হয়েছে।

শিল্প পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে সন্দেহভাজন আরো চারজনকে আটকের কথা নিশ্চিত করেছে আশুলিয়া থানার উিউটি অফিসার (এসআই) ইদ্রিস আলী। আটকরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মোতালেব হোসেন (২৫), জয়পুরহাটের পাঁচবিবি থানার সেলিম রেজা (২১), ভোলার চরফ্যাশন থানার মো: রাসেল (২৩) এবং নওগাঁর আত্রাই থানার লিটন কুমার দাস (২৩)। তারা আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকতেন। এদিকে বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্প পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সকাল থেকে শিল্পাঞ্চল সাভার - আশুলিয়ার ডিইপিজেডসহ অধিকাংশ তৈরি পোশাক কারখানায় দল বেঁধে কাজে যোগ দেন শ্রমিকরা। ডিইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় সেগুলো বন্ধ রয়েছে। যদিও কারখানায় হামলা, ভাঙচুর কিংবা সড়ক অবরোধের কোনো খবর পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম আরো বলেন, রাস্তাঘাটসহ রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এছাড়াও শিল্পাঞ্চলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।


আরো সংবাদ



premium cement