আশুলিয়ার গার্মেন্টস খুলেছে, কিছু কারখানা থেকে বেরিয়ে যাচ্ছে শ্রমিকেরা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯
কয়েকদিনের টানা শ্রমিক বিক্ষোভের পর রোববার ঢাকার অদূরে আশুলিয়ার পোশাক কারখানাগুলো চালু হয়েছে।
সকাল থেকে সাভার এবং আশুলিয়ায় পোশাক কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বিবিসি বাংলাকে বলেছেন, ‘সকাল থেকে এখনো (দুপুর পর্যন্ত) কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কারখানা থেকে মানুষজন বের হয়ে যাচ্ছে- এমন খবর পাচ্ছি।’
‘তারা কাজ করবে না, শান্তিপূর্ণভাবে বের হয়ে যাচ্ছে। কিন্তু ভ্যানডালিজমের কোনো খবর পাইনি,’ বলেন তিনি।
তবে কারখানাগুলো পুরোপুরি বন্ধ ছিল না বলে দাবি করেছেন তিনি।
‘যেসব প্রতিষ্ঠানে শ্রমিকরা আন্দোলন করেছে, সেসব প্রতিষ্ঠানগুলো কাজ চালাতে না পেরে বন্ধ করছিল। গোলযোগের কারণে বেশ কিছু কারখানা কাজ না চালাতে পেরে বন্ধ করে দিয়েছিল,’ বলেন তিনি।
‘তবে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়। তারা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। পরে শ্রমিক সংগঠনের নেতাদের সাথেও বৈঠক হয়েছে। তারাও কথা দিয়েছে কাজে যোগ দেবে, কোনো জটিলতা হবে না,’ বলেন রুবেল।
এছাড়া শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালানোর পর শনিবার বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি বলেও জানান তিনি।
শনিবার আশুলিয়ায় ৩০টির বেশি কারখানা বন্ধ ছিল।
সূত্র : বিবিসি