১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বরিশালে ছাত্রশিবিরের সাথী সমাবেশ

বরিশালে ছাত্রশিবিরের সাথী সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

বরিশালে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশ হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর অশ্বিনী কুমার হলে ছাত্রশিবিরের বরিশাল অঞ্চলের আয়োজনে এ সমাবেশ হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জামায়াত ইসলামীর বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। এছাড়া জেলা-মহানগরের নেতাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে নিজেকে ইমানের সাথে চলতে হবে। নিজেদেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ নামে। বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের আরো অনেক কাজ করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বক্তারা।


আরো সংবাদ



premium cement