আশুলিয়া শিল্পাঞ্চল স্বাভাবিক, কিছু কারখানায় আজো ছুটি
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫
শিল্পঞ্চল আশুলিয়া আজ অনেকটাই স্বাভাবিক। তবে কিছু কারখানার শ্রমিকরা তাদের দাবি পূরণ না হওয়ায় কাজে যোগদান করেনি। ফলে আশুলিয়া শিল্পাঞ্চলের ১৫-১৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরানী বাজার, নরসিংহপুর, জামগড়া, বাইপাইল, পলাশবাড়ী এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। তবে কারখানা ছুটির বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ -এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এদিকে কারখানায় অসন্তোষ করার দায়ে রাতে যৌথ অভিযানে দুইজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন- আশুলিয়ার জামগড়া এলাকার মোহাম্মদ আহসান উল্লাহর ছেলে রিসান ভুইয়া (২২) এবং একই এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে মিঠুন হাসান (২৩)।
জানা গেছে, আজও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার সামনে পাহারা বসিয়ে ভেতরে কাজ অব্যাহত রেখেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া পোশাককারখানার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান করছে।
সরেজমিনে আশুলিয়ার জিরানী বাজার, গোহাইলবাড়ি, শ্রীপুর, জামগড়া, বাইপাইল, নরসিংহপুর ও পলাশবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, উৎপাদনমুখী অধিকাংশ কারখানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা বাইরে পাহারা দিচ্ছে। আর ভেতরে কারখানায় উৎপাদন অব্যাহত রেখেছে শ্রমিকরা। এছাড়া পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, শিল্প পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টসের সামনেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১ -এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছিল এবং পরিবেশ ভালো ছিল। কিন্তু কিছু কারখানার মালিকদের সাথে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় শ্রমিকরা কাজ করেনি। পরে ওইসব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় আশপাশের বেশকিছু কারখানা জানতে পেরে তারাও ছুটি দিয়ে দেয়। এখন পর্যন্ত আশুলিয়ায় ১৭টির মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আজ কোথাও অসন্তোষের ঘটনা ঘটেনি।
পুলিশ সুপার জানান, পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, শিল্প পুলিশ ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।