১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গুলশানে ডাকাতির চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ১০ জন আটক

- ছবি : প্রতীকী

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতি চেষ্টার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।

আজ সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে এটি ডাকাতির ঘটনা কি-না তা যাচাই-বাছাই চলছে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকে জানান, ‘রাত ১টার দিকে হঠাৎ করে অর্ধশতাধিক ব্যক্তি দু’টি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত মুখ বেধে ফেলে। এরপর ডাকাতির চেষ্টা চালালে খবর পেয়ে সেখানে ছুটে আসে যৌথ বাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে, গুলশান থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ডাকাত সদস্যরা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তাদের নাম পরিচয় এবং কী কারণে তারা সেখানে এসেছিল তা যাচাই-বাছাই করছে পুলিশ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement