সভাপতি মুফতি শফিকুল, সম্পাদক মাও: মাসুদুর রহমান
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৮
ফরিদপুরে ভাঙ্গা উপজেলা উলামা পরিষদের কমিটিকে গতিশীল করার জন্য ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি শফিকুল ইসলাম মাদানীকে সভাপতি এবং মাওলানা মাছুদুর রহমানকে সাধারন সম্পাদক করে কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার আতাদী রাহমানিয়া মাদরাসা মসজিদে চত্বরে মাওলানা আবদুল্লা বাদশার সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের সেলিমের সঞ্চালনায় সন্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আবু ইউসুফ মৃর্ধা, মাওলামা নুরুল ইসলাম, মাওলানা হায়দার হোসেন, মাওলানা ইব্রাহিম, মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ঈমামরা।
অনুষ্ঠান শেষে সভাপতি স্বৈরাচার হাসিনা সরকারকে হটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।