১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

শহীদ ইয়ামিন ও শ্রাবনের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা ব্যারিস্টার শিহাব

শহীদ ইয়ামিন ও শ্রাবনের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা ব্যারিস্টার শিহাব - নয়া দিগন্ত

স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাভার এলাকায় নিহত শহীদ ইয়ামিন ও শ্রাবন গাজীর কবর জিয়ারত করে শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বিএনপি নেতা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জাবির সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জাবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে সাভারের ব্যাংক টাউনে গণঅভ্যুত্থানে নিহত এমআইএসটি'র মেধাবী ছাত্র শেখ আসাবুল ইয়ামিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

তারা শহীদ ইয়ামিনের কবর জিয়ারত করে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ১৫ বছরে নিহত সকল শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান ও রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় ইয়ামিনের মামা ডা. জাহাঙ্গীরসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই ইয়ামিন আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলি ও আহত অবস্থায় নির্মম অত্যাচারে শহীদ হন।

এরপর বিকেল ৫ টার দিকে পুলিশের গুলিতে নিহত ডেইরি ফার্ম এলাকায় বাসিন্দা শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত ও তার মা বাবার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তারা। তারা শহীদ শ্রাবনের পরিবারের খোঁজ-খবর নেন এবং সার্বিকভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় ব্যারিস্টার শিহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়ামিন ও শ্রাবনসহ সারা দেশে ছাত্র, সাধারণ জনতা ও শিশুসহ এক হাজারের বেশি শাহাদাৎ বরণকারী সকলকে জাতীয় মহান বীর অভিহিত করে তাদের হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর বিচারের দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাবি ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবাইর আল- মাহমুদ, ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক, রেজাউল আমিন, সাহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, নিশাত আব্দুল্লাহ, হাসান হাবিব, এম আর মুরাদ জিল্লুর, আলামিন, জিসান, ফুয়াদ, রাজু, আলামিন, সাফাত, রিফাত, নাইম, হামজাসহ অন্য নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement