১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ, আটক ২

- ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও চাকরি প্রার্থীতা শ্রমিক ও বিভিন্ন দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিক্ষোভের মুখে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ছুটি ঘোষণা করা কারখানার সঠিক সংখ্যা জানা যায়নি। শিল্প পুলিশের কর্মকর্তা ও সদস্য আহত রয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শিল্প পুলিশ আরো জানায়, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির অভিযোগে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্থানীয় জনতা দুইজনকে আটক করে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টসের শ্রমিকরা ১০ দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘আমাদের ১১টা দাবি ছিল। গত বৃহস্পতিবার প্রশাসনসহ মালিকপক্ষ দাবিগুলো মেনে নিয়ে স্বাক্ষর করে গেছেন। এরপর এক সপ্তাহ কারখানা বন্ধ রাখা হয়। গতকাল মেসেজ দিয়েছে আগের নিয়মে কারখানা খোলা থাকবে। এতে বোঝা যায় তাদের কোন দাবি দাওয়া মেনে নেয়া হয়নি। তখন গতকাল সড়ক অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। আজ ১০টার মধ্যে দাবির ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার কথা। গতকাল বিজিএমইএ ঘোষণা করেছে সকল কারখানা খোলা থাকবে। কিন্তু কারখানায় এসে দেখি কারখানা বন্ধ। আজ জানার জন্য এসেছি কারখানা বন্ধ কেন। তবে এখনো মালিকপক্ষ কারখানায় আসেনি। তারা কারখানা বন্ধ করে পালিয়েছেন। তাই সকল শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়েছে।’

এদিকে, আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকার এ্যাপারেল টুডে, ডিজাইনার ফ্যাশন লি:, জিরানী বাজার এলাকার নর্দান ফ্যাশন, সাচ্ছন-সহ বেশ কয়েকটি কারখানার সামনে পাহাড়া বসিয়ে ভেতরে কাজ চলমান রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া কারখানায় উৎপাদন অব্যাহত ও সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: সারোয়ার আলম বলেন, ‘গতকালের তুলনায় আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়েছেন। তবে হাতে গোনা কয়েকটা কারখানার শ্রমিকরা বিক্ষোভ করায় ওই সব কারখানা ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।

তিনি বলেন, কারখানার কার্যক্রম চালু রাখতে ও শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্পপুলিশ যৌথভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আরো সংবাদ



premium cement
শিল্প খাত বিকাশে পরিবেশ চাই যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল আমীন নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সকল