১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মুন্সীগঞ্জের কান্দাবাড়িতে হঠাৎ বন্যা

মুন্সীগঞ্জের কান্দাবাড়িতে হঠাৎ বন্যা - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে আকস্মিক বন্যার প্রভাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা পাড়ের কান্দাবাড়ি গ্রামে বন্যা দেখা দিয়েছে। ওই গ্রামের প্রায় ২৫টি বাড়িঘর পানিতে তলিয়ে আছে। গ্রামটি মেঘনা নদী থেকে কয়েক কিলোমিটারের মধ্যে হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কান্দাবাড়ি গ্রামটিতে পানি থৈ থৈ করছে। মানুষ উঠানের মধ্যে বাঁশের সাঁকো তৈরি করে কেউবা আবার উঠানের মধ্যে ইট বিছিয়ে এক ঘর হতে আরেক ঘরে যাতায়াত করছে। বেশ কিছুদিন ধরে ওই স্থানের বাড়িগুলো পানিতে তলিয়ে থাকলেও কেউ তাদের খোঁজখবর নেয়নি বলেও জানান ভুক্তভোগীরা। দিঘীরপাড় ইউনিয়নের পদ্মার চরের ওই গ্রামটিতে কয়েক বছর ধরেই নদী ভাঙন চলছে। এ বছরও নদী ভাঙনের শিকার হয়েছে গ্রামটি। গ্রামটির এক অংশে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হলেও অপর অংশে চলছে ভাঙন। এতে পানির মধ্যে আটকে আছে ওই গ্রামবাসীর জীবনযাপন।

গ্রামবাসি বলেন, আমাদের ঘরবাড়ি বেশ কিছুদিন ধরে পানিতে তলিয়ে আছে। অন্যদিকে আমরা গ্রাম হতে যে রাস্তা দিয়ে বের হতাম সেটাও পানির নিচে চলে গেছে। খুব কষ্ট করে পানি দিয়ে যাতায়াত করছি আমরা। ত্রাণ তো দূরের কথা কেউ আমাদের খোঁজখবরও নেয়নি।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন বলেন, পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement