ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৮ আগস্ট ২০২৪, ২০:০২
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ অবৈধ জানিয়ে তা প্রত্যাহার করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান ফতুল্লা থানা বিএনপি টিটু। এর আগে বুধবার বেলা ১১টায় তাকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ দেয়া হয়েছিল।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু জানান, সাংগঠনিক সম্পাদক রিয়াদকে বহিষ্কারের প্রক্রিয়াকে সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘন ও ব্যক্তিগত আক্রোশজনিত।
তিনি বলেন, কাউকে বহিষ্কার করতে হলে অপরাধের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ পাঠাতে হয়। এছাড়াও সভাপতির অনুপস্থিতিতে তাকে না জানিয়ে এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া ভিত্তিহীন। এ ধরনের অসাংগঠনিক কার্যকলাপের মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।