৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

দেশে আসার কথা থাকলেও প্রবাসী রুবেল ফিরবেন কফিনে

দেশে আসার কথা থাকলেও প্রবাসী রুবেল ফিরবেন কফিনে - ছবি : নয়া দিগন্ত

আগামি ১০ আগস্ট দেশে আসার কথা ছিল মো: রুবেল মিয়া (৩৭) নামের এক প্রবাসীর। তিনি ফিরবেন ঠিকই তবে জীবিত নয়, লাশ হয়ে কফিনে।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে পরিবারের জন্য কেনাকাটা শেষ করে রুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালদ্বীপ প্রবাসী রুবেল।

রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।

দীর্ঘ আট-নয় বছর ধরে তিনি মালদ্বীপে রয়েছেন। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আট থেকে নয় বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পাঁচ-ছয় মাস আগে তিনি ছুটি কাটিয়ে মালদ্বীপ ফিরেন। আগামি ১০ আগস্ট তার ফের দেশে আসার কথা ছিল। সেজন্য পরিবারের জন্য কেনাকাটাও করেন। বুধবার সেখানকার মার্কেট থেকে কেনাকাটা শেষে রুমে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। এতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ফলে ১০ তারিখ তার আর দেশে ফেরা হবে না। তবে ফিরবেন লাশ হয়ে। এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম।

নিহতের চাচাতো ভাই দিদার মিয়া বলেন, রুবেল মিয়ার চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। আগামি ১০ আগস্ট তার দেশে আসার কথা। কিন্তু জীবিত আর আসা হচ্ছে না। আসবেন লাশ হয়ে কফিনে। মালদ্বীপে থাকা তার অপর এক ভাইয়ের মাধ্যমে পরিবারের কাছে রুবেলের মৃত্যু খবর আসে।

চরফরাদী ইউপি চেয়ারম্যান মো: আবদুল মান্নান বলেন, ‘প্রবাসী রুবেল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। শোকাহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি যাচ্ছি’।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার : অর্থ উপদেষ্টা পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ ববির প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন, জেলা-উপজেলা ও পৌরসভা সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

সকল