১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

ঘিওরে ট্রলার ও বাল্কহেড সংঘর্ষে ২ জনের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে নৌ-ভ্রমণের ট্রলার ও বালু পরিবহনের বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজের দুই দিন পর আজ (বৃহস্পতিবার) সকালে দুই জনের লাশ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে ভাসমান দুটি লাশ দেখে পুলিশকে খবর দেন। এর আগে, বুধবার সকালে মিলন মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয় এবং গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়াও দুর্ঘটনায় আহত চারজনকে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত দু’জন হলেন, জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)।

জানা গেছে, তারা আনন্দ ভ্রমণে দুর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী ছিলেন।

এ দিকে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত দু’টি নৌ-যান জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে এই ট্রলার নিয়ে নৌ-ভ্রমণে বের হন। তারা যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা বিশালাকৃতির এক বালু পরিবহনের বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ইঞ্জিন চালিত ট্রলারটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রীরা সাঁতরে তীড়ে উঠলেও নিখোঁজ ছিলেন এই দুইজন।


আরো সংবাদ



premium cement
গজারিয়ায় বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত ‘ক্ষমতায় থাকার জন্য হাসিনা এত মানুষ হত্যা করেছে, যা ইতিহাসে নেই’ আমি রেজাল্ট চাই না, আমার ছেলে হত্যার বিচার চাই : শহিদ সবুজ মিয়ার মা ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে জয়খরা ঘুচাল পাকিস্তান যেভাবে শহিদ হন ইয়াহিয়া সিনওয়ার অন্তর্বর্তী সরকারে যোগ হতে পারে নতুন মুখ! শুক্রবার ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ছাত্র অসন্তোষের জেরে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের

সকল