০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ - নয়া দিগন্ত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরী গেট) অবরোধ শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী এ অবরোধ করেন আন্দোলরত শিক্ষার্থীরা।

জানা গেছে, কর্মসূচির কারণে ঢাকা-আরিচা ব্যস্ততম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারীদের- ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এসব স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীরা বলছেন, কোটাপদ্ধতি সংস্কার করতে হবে, যাতে মেধাবীরা সুযোগ পান, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলা ব্লকেড নামের অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ নয়া দিগন্তকে জানান, আজকের আপিল বিভাগের রায়ে যদি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান, সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে রায় প্রদান করেন ও মেধায় সরকারি চাকরির সব গ্রেডে ৯৫ শতাংশ হয়। একই সাথে আগামী সংসদে কোটা আইন করে এটি যদি পাশ করেন সে ক্ষেত্রে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াব। তা না হলে আমাদের আন্দোলন চলবে।

তিনি আরো জানান, সকাল ১০টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে।


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল