০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১,
`

সিদ্ধিরগঞ্জে বাসচাপায় ব্যবসায়ি নিহত

সিদ্ধিরগঞ্জে বাসচাপায় ব্যবসায়ি নিহত - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো ব- ১৫-২২৭০) চাপায় নন্দলাল দাস (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মিজমিজি মতিন সড়ক বসুন্ধরা কয়েল কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত শ্রী নন্দলাল দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চড়লালপুর গ্রামের পরলোকগত শুভাস চন্দ্র দাসের ছেলে। তিনি তার ব্যবসায়ীক অংশীদার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার হাসান ইমামের বাড়ির ভাড়াটিয়া সেকান্দরের বাসায় গত সোমবার রাতে বেড়াতে আসেন। তারা যৌথভাবে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন।

সেকান্দার বলেন, ব্যবসায়ীক কাজে রাজশাহী যাওয়ার জন্য নন্দলাল দাস তার বাসায় আসেন। শনিবার সকাল ১০টায় রাজশাহীর উদ্দেশে বের হওয়ার প্রস্তুতি নেন তারা। এ সময় নিহত নন্দলাল দাস মোবাইলে টাকা রিচার্জ করতে বাসা থেকে বের হয়ে বাসচাপায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাকে সেখানে নিলে বেলা সাড়ে ১১টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই হৃদয় বলেন, গ্রামের বাড়ি থেকে লোকজন এলে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
পাহাড়চূড়ায় ভাসছে ‘জাহাজ’ রামুর স্বপ্নতরী পার্ক মিত্ররা ইসরাইলের সাথে ‘যুদ্ধে পিছ পা হবে না’: ইরান সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয় : কর্নেল অলি ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল : মল্লিক সাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নতুন বিপ্লবকে মানুষের সত্যিকারের মুক্তির বিপ্লবে পরিণত করতে হবে : সেলিম উদ্দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে দেশে নেতৃত্বে দিবে ইসলামী ছাত্রশিবির : আব্দুর জাব্বার আশুলিয়ায় কাজে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক চকরিয়ায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী শিক্ষার্থী নিহত

সকল