১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ডায়েরিতে লেখা ‘আমরা দুইজন ইচ্ছায় মরছি’

আশুলিয়ায় নারী পোশাকশ্রমিকের লাশ উদ্ধার, স্বামী উধাও

ডায়েরিতে লেখা ‘আমরা দুইজন ইচ্ছায় মরছি’ - ছবি : নয়া দিগন্ত

আশুলিয়ায় লাশের পাশে পড়ে থাকা ডায়েরিতে লেখা ছিল ‘আমরা দুইজন ইচ্ছায় মরছি এইখানে কারো দোষ নাই। আমরা নিজের ইচ্ছায় মরছি। আমি আমার বউকে মারছি। বউ আমাকে মারছে। এইখানে বাড়ির কারো দোষ নাই।’ এমন লেখা সম্বলিত লাশের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার মিন্নাত আলীর ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন তাকে হত্যার পর স্বামী পালিয়েছে।

নিহত জাহানারা খাতুন জান্নাতি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে এবং স্বামী হাবিবুর রহমান অনিক পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তারা আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে মিন্নাতের বাড়ির একটি কক্ষে নারীর লাশ পরে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় পড়ে থাকা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে। লাশ পাশে একটি ডায়েরি পাওয়া যায়। তবে ঘরের দরজা বাহির থেকে লাগানো অবস্থায় ছিল।

আশুলিয়া থানার এসআই আবজালুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বিছানায় ফেলে রেখে যেতে পারে। যেহেতু মুখে ফেনা ছিল, সেক্ষেত্রে বিষপানে আত্মহত্যাও হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। তার স্বামীর খোঁজ পাওয়া যায়নি। তাকে পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

তিনি আরো বলেন, লাশ পাশ থেকে উদ্ধার করা চিরকুটটি নিরীক্ষার জন্য পাঠানো হবে। চিরকুটে স্বামী ও স্ত্রী একে অপরের মৃত্যুর কথা বলা হয়েছে। তবে স্ত্রীর লাশ পেলেও স্বামীকে খোঁজে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement

সকল