১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্লুইস গেটে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

স্লুইস গেটে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের টেপাখোলায় কুমার নদের স্লুইস গেটে গোসল করতে নেমে ফারদিন (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে উদ্ধারে ডুবুরি দল জোর চেষ্টা চালাচ্ছে।

নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর মহল্লার বালিরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজের সন্তান। সে ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ফারদিন ও তার আরেক বন্ধু ফেরদৌস দুজনে মিলে টেপাখোলায় মদনখালী স্লুইস গেট এলাকায় কুমার নদে গোসল করতে নামে। বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে লাফ দেয়ার পরে ফারদিন পানির তীব্র স্রোতে ভেসে যায়। এ সময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ ওই তরুণকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

এদিকে, ফারদিনের নিখোঁজের খবরে তার বাড়িতে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নদীর দুই পাড়ে উৎসুক জনতার ভীড় জমে যায়।


আরো সংবাদ



premium cement




up