আশুলিয়ায় ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেফতার
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ১৩:৫৬
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ২৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে র্যাব-৪, সিপিসি-২ -এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এর আগে, সোমবার বিকেলে আশুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)।
কোম্পানি অধিনায়ক জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা