ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা
- ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
- ৩০ জুন ২০২৪, ১৫:৫৭
টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার সকালে অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। এর আগে, শনিবার রাত সন্ধ্যা ৬টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মনির উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে। আর নিহত জেমি উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের জামাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনির একজন শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিককলহ আগে থেকেই ছিল। শনিবার সন্ধায় গৃহবধূ রান্না করতে ছিলেন। এ সময় ছেলে সোহান কান্নাকাটি করলে স্বামী মনির হোসেন স্ত্রীর সাথে জেদ করে ঘরে নিয়ে তলপেটে লাথি, কিলঘুসি মারে ও গলায় চেপে ধরে। এ সময় জেমি প্রস্রাব ও মলত্যাগ করে দেন। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন প্রথমে জেমিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থায় গুরুতর হওয়ায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার দিবাগত রাতে জেমির মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা