০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ জিলহজ ১৪৪৫
`

নারায়ণগঞ্জে ঘাটের পল্টুন থেকে শীতলক্ষ্যায় পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে ঘাটের পল্টুন থেকে শীতলক্ষ্যায় পড়ে যুবকের মৃত্যু - প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল ঘাটের পল্টুন থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে আল-আমিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

আল-আমিন ফতুল্লা মাসদাইর গোরস্থান এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আনন্দ পরিবহনের বাসচালক ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ-থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম।

শহিদুল ইসলাম জানায়, খবর পাই পল্টুনের ওপর থেকে একজন শীতলক্ষ্যা নদীর পানিতে পড়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। পরে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement