গোয়ালন্দ পৌরসভার বাজেট ঘোষণা
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ (রাজবাড়ী)
- ২৭ জুন ২০২৪, ১৮:২৭, আপডেট: ২৭ জুন ২০২৪, ১৮:৪০
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৬৪ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ পৌরসভার হলরুমে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ওই প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো: ফজলুল হকের সঞ্চালনায় হিসাব রক্ষক মো: ওম্বর আলী বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে চার কোটি ৬০ লাখ ৭০ হাজার ১৩৭ টাকা। ব্যায় ধরা হয়েছে চার কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৬ লাখ ৯২ হাজার ৬৩৭ টাকা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, পৌর প্রকৌশলী মো: ফেরদৌস আলম খান, উজানচর ইউপি চেয়ারম্যান মো: গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো: হাফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো: ছিদ্দিক মিয়া, নয়া দিগন্তের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পৌরসভার সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণাকালে মেয়র নজরুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা