১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকুন্দিয়ায় মাদক সেবন করে উৎপাত, যুবকের ৩ মাসের জেল

পাকুন্দিয়ায় মাদক সেবন করে উৎপাত, যুবকের ৩ মাসের জেল - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবক করে উৎপাত এবং মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা করার দায়ে সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ডাদেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন উপজেলার জাঙালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক মাদক সেবন করে এলাকায় উৎপাতসহ লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত লোকজনের উপস্থিতিতে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ পাহাড়ায় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে।’


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল