১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোয়ালমারীতে অস্ত্রের ভয় দেখিয়ে বিধবাকে ধর্ষণের চেষ্টা

বোয়ালমারীতে অস্ত্রের ভয় দেখিয়ে বিধবাকে ধর্ষণের চেষ্টা -

ফরিদপুরের বোয়ালমারীতে এক বিধবা নারীকে উত্ত্যক্ত ও অস্ত্রের ভয় দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের শুকুর শেখের ছেলে ওমর আলীর বিরুদ্ধে এ অভিযোগ তুলে থানায় দরখাস্ত দিয়েছেন ওই ভুক্তভোগী।

বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগীর ভিডিও বক্তব্যে ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী(৩০) কয়েক বছর আগে বিধবা হবার পর মায়ের সংসারে থেকেই জীবন-যাপন করছেন। তিনি পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। কর্মস্থলে যাতায়াতের পথে প্রায়শই তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত ওমর আলী (৪০)। কিন্তু কোনোভাবেই লতাকে বাগে আনতে না পেরে গত ২৩ জুন রাতে তার নির্জন বাড়িতে তার উপর চড়াও হন ওমর। তিনি লতার ঘরের বারান্দায় ওঁৎ পেতে থাকেন। রাত আনুমানিক দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভুক্তভোগী ঘরের বাইরে বের হলে ওমর আলী তাকে আকষ্মিক ঝাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় এবং ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ডাক-চিৎকার শুরু করলে ওমর দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন সকালেই বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘বখাটে ওমর আলীর কারণে আমার জীবন এখন বিপন্ন। এতদিন রাস্তা-ঘাটে একা পেলেই সে আমাকে বিরক্ত করতো এবং নোংরা কথাবার্তা বলতো। এখন সে বাড়ির উপর হানা দিতে শুরু করেছে। এখন তো কোথাও নিরাপদ বোধ করছি না।’

ওমরের সঠিক বিচার দাবি করেন তিনি।

লতার মা দোলেনা বেগম বলেন, আমার একমাত্র ছেলে প্রবাসে থাকে। বিধবা মেয়েটিকে নিয়ে স্বামীর ভিটায় পড়ে আছি। ফলে মা-মেয়ের সংসারে অনেক দুষ্ট লোকেরাই এখন ঢু মারতে চায়। কু-নজরে তাকায়। বখাটে ওমর আমার মেয়ের পিছু নিয়েছে। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে সে আমার মেয়ের সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা করে। এ ঘটনার ন্যায় বিচার চান দোলেনা বেগম।

এদিকে নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত ওমর আলী বলেন,ওই মেয়ের আচার-আচরণ খুব খারাপ। তার অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার এস আই মো: মাসুদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে তদন্তের কাজ এখনো শেষ হয়নি। তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল