১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

- ছবি : সংগৃহীত

ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধ না করেই গার্মেন্টস কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কটিতে আধাঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। গাজীপুর থেকে বোর্ডবাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো: আলমগীর হোসেন জানান, কারখানা শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহানড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় গাজীপুর চৌরাস্তা থেকে বোর্ডবাজার পর্যন্ত যানচলাচলের গতি কম ছিল। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ জানান, গাজীপুর মহানগরীর হারিকেন নামক স্থানে অবস্থিত টিআরজেড পোষাক কারখানার শ্রমিকরা কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

তিনি জানান, বুধবার কারখানা কর্তৃপক্ষ মে ও জুন মাসের বেতন ও বকেয়া ঈদ বোনাস পরিশোধ না করে আগামী ৩১ জুলাই পর্যন্ত কারখানা বন্ধ (লে অফ) ঘোষণা করে। নিয়ম অনুযায়ী লে অফ করতে হলে সকল বকেয়া পরিশোধ করতে হয়। কিন্ত তা না করে কারখানা কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার কারখানা বন্ধ করে দেয়। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধ দেখতে পেয়ে প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে আধাঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন এবং মালিক পক্ষের সাথে কথা বলেন সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গির আলমের বাসভবনে শ্রমিকরা যায় এবং তাকেও বিষয়টি অবহিত করে।
ইমরান আহমেদ আরো জানান, মালিকপক্ষ আগামীকাল বিজিএমইএ ভবনে বসে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। সেখানে শ্রমিকরাও উপস্থিত থাকবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল