১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রেমে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

প্রেমে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা - ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া সুমাইয়া আক্তার (২৫) নামের এক নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগের ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

মৃত সুমাইয়া আক্তার রংপুরের বদরগঞ্জ থানা এলাকার মাসুদ রানার স্ত্রী। তিনি স্বামী ও আড়াই বছরের কন্যা সন্তান মরিয়ম আক্তারকে নিয়ে ভাদাইলের ওই ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আটক শহিদুল ইসলাম বিদ্যুৎ নাটোরের লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনিও আশুলিয়ার ভাদাইলের ওই বাড়িতে ভাড়া থাকতেন।

বাড়ির মালিকের স্ত্রী জানান, সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম।

বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া সবুজ বলেন, বাড়ির মালিক ডাকলে আমি আমার রুম থেকে বের হয়ে ওই রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরো কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই।

র‍্যাব জানায়, সুমাইয়া তার স্বামী-সন্তানকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। এক বছর আগে একই বাসায় উঠেন শহিদুল ইসলাম বিদ্যুৎ। একই বাসায় থাকার সুবাদে সুমাইয়ার সাথে বিদ্যুৎ পরিচিত। কিন্ত পরিচয়ের পর থেকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিলেন বিদ্যুৎ। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পড়লে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।

র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেন, গোয়েন্দা খবরের ভিত্তিতে শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিয়ে ঘটনার কারণ জানা যায়। তিনি প্রেমে প্রত্যাখ্যান হয়ে এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি বলেন, ওই নারীকে এক বছর ধরে উত্যক্ত করে আসছিলেন বিদ্যুৎ। কিন্তু মেয়ে প্রত্যাখ্যান করায় তাকে ধারালো ছুরি দিয়ে গলায় কয়েকটি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে নিজ কক্ষের দড়জা ভেতর থেকে বন্ধ করে বসেছিলেন বিদ্যুৎ। পরে সেখান থেকেই তাকে আটক করা হয়। তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল