১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাসেলস ভাইপার ধরে আনা সেই তিন ব্যক্তিকে পুরস্কার প্রদান

রাসেলস ভাইপার ধরে আনা সেই তিন ব্যক্তিকে পুরস্কার প্রদান - ছবি : সংগৃহীত

ফরিদপুরে জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরতে পারায় তিন ব্যক্তিকে পুরস্কারের ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের আলীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিন ব্যাক্তির হাতে পুরস্কারের অর্থের চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ।

তিনি এ সময় সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকার রেজাউল করিম, আজাদ শেখ ও পূর্ব রামকান্তপুরের শাহজাহান খান নামে তিন ব্যক্তির হাতে পুরস্কারের এই অর্থের চেক তুলে দেন।

পুরস্কারের অর্থের চেক পাওয়া আজাদ শেখ জানান, আমি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারের ৫০ হাজার টাকা পেয়েছি। ধন্যবাদ তাদের কথা রাখার জন্য।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ বলেন, আমরা আমাদের ঘোষণা অনুযায়ী ওই তিন ব্যক্তিকে পুরস্কার বাবদ ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা প্রদান করেছি। জেলা আওয়ামী লীগ তাদের কথা রেখেছে। তবে আমরা এ বিষয়ে কাউকে অতি উৎসাহি হতে বারণ করেছি। বিষয়টি নিয়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয়, সেজন্য আমরা নতুন করে আর কাউকে পুরস্কার দিচ্ছি না। জীবিত কিংবা মৃত কোনো রাসেল ভাইপার সাপ ধরার বিষয়ে সকলকে নিরুৎসাহিত করা হয়েছে আমাদের পক্ষ থেকে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের এক সভায় রাসেল ভাইপার সাপ মারতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এ নিয়ে সমালোচনা হওয়ার এক দিন পরে ২১ জুন জেলা আওয়ামী লীগ ওই ঘোষণা থেকে কিছুটা সরে এসে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, নিজে সুরক্ষিত থেকে জীবিত রাসেল ভাইপার ধরে বনবিভাগে জমা দেয়া হলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হব। পরে জীবিত কিংবা মৃত কোনো প্রকার রাসেল ভাইপার সাপ ধরতে পারলেও কোনো পুরস্কার দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।


আরো সংবাদ



premium cement