গাজীপুরে ঝুটের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুন ২০২৪, ১১:৪৭
গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় শাহিদা অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার ঝুট কাপড়ের গুদামে আগুন লেগেছে। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাত ২টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ এলাকায় অবস্থিত ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা