মাদকাসক্তের নিজের গায়ে দেয়া আগুনে পুড়ল ৩ দোকানও
- কটিয়াদী (কিশারগঞ্জ) সংবাদদাতা
- ২২ জুন ২০২৪, ১৮:২৭
কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে পদ্মা অয়েল ডিলারের দোকানে ঢুকে সজিব (৩০) নামে এক মাদকাসক্ত যুবকের নিজের শরীরে দেয়া আগুনে পুড়েছে তিনটি দোকান। যুবকের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক।
শুক্রবার বিকেলে কটিয়াদী পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।
সজিব মিয়া জালালপুর ইউনিয়নের চরনোয়াকাদি গ্রামের মত আবু বাক্কার মেম্বারের ছেলে।
পুড়ে যাওয়া দোকানগুলো মেসার্স দেবনাথ রাধানাথ রায়ের জ্বালানি তেল (পদ্মা পেট্রোলিয়ামের এজেন্ট) ও কীটনাশকের ডিলার প্রিয় লাল রায় এবং তার ভাই সার ও কীটনাশকের ডিলার পরিতোষ লাল রায়ের।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার একটু আগে রাধানাথ রায়ের দোকান থেকে জনৈক মোটরসাইকেলচালক পেট্রোল নিতে আসেন। দোকান কর্মচারী মোটরসাইকেলে পেট্রোল দেয়ার সময় ওই যুবক গ্যালন কেড়ে নিয়ে তার নিজের শরীরের ঢেলে আগুন লাগিয়ে দৌড় দেন। এর ফলে পেট্রোলের ড্রামেও আগুণ লেগে যায়। মুহুর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি দল ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। আহত সজিব একজন মাদকাসক্ত। তবে কি কারণ এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি।
দোকান মালিক প্রিয় লাল রায় জানান, দোকান কর্মচারী মোটরসাইকেলে পেট্রোল দেয়ায় সময় ওই যুবক গ্যালন কেড়ে নিয়ে তার নিজের গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় আমার ও আমার ভাইয়ের ঘরসহ মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার অলি আহমেদ বলেন, যুবকের শরীরের ৭০-৮০ ভাগ পুড়ে গেছে। তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতিকুল আলম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ কিছুটা সময় লাগবে।
কটিয়াদী মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশারফ হোসেন বলেন, আগুনে পুড়ে আহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন। কি কারণে এমনটি হয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা