রাসেল ভাইপার মারলে অর্ধলক্ষ টাকা পুরস্কার!
- ফরিদপুর প্রতিনিধি
- ২১ জুন ২০২৪, ১৩:৪৯, আপডেট: ২১ জুন ২০২৪, ১৪:১০
ফরিদপুরে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কৃষকদের মৃত্যুতে উদ্বেগের বিষয়টি উল্লেখ করে বলেন, ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় কেউ যদি রাসেল ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, যতগুলো রাসেল ভাইপার মারতে পারবেন, ততগুলো মারার জন্য এই পুরস্কার দেয়া হবে। ভয়ঙ্কর এই সাপ থেকে মানুষকে রক্ষা করা দরকার।
সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা