১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্রুতগতিতে বাড়ছে পদ্মার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে চরাঞ্চলবাসির মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।

দ্রুত নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষি ফসল। কৃষরা আধা কাঁচা ফসল কেটে ঘরে তুলছে। কৃষি ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলে ধীরে ধীরে পানি বাড়ছে। তবে গত দু’দিন ধরে আশঙ্কাজনক হারে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পদ্মার উজানে গত কয়েক দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলের পানি পদ্মার বুকে গড়িয়ে আসায় পদ্মার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সরেজমিনে পদ্মা নদীর বিভিন্ন অঞ্চলে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে ওই সব এলাকার ফসলি জমির তিল, চিনা বাদাম, ধান, পাটসহ নানা ধরনের ফসল ডুবতে শুরু করেছে। কৃষকরা আধা কাঁচা তিল ও চিনা বাদাম তুলে নিচ্ছেন।

এছাড়াও দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বেপারি পাড়ার কৃষক মো: তোফাজ্জল বেপারী, সুজন হাসান, ওয়াজেদ আলী মৃধা, হায়াত আলী মৃধা, সুমন শেখ প্রমুখ কৃষককে নৌকা করে আধা কাঁচা তিল কেটে নিতে দেখা গেছে।

এ সময় তারা বলেন, আর মাত্র দুই সপ্তাহ সময় পেলে তিলগুলো পুরাপুরি পেকে যেত। বন্যার কারণে দুই সপ্তাহ আগেই কাটতে হচ্ছে।

এছাড়া ১ নম্বর ওয়ার্ডের ছাত্তার মেম্বর পাড়ায় ৭ নম্বর ফেরিঘাটের পাশে কিষাণ-কৃষাণীকে চিনা বাদাম ক্ষেতে পানি ঢোকার কারণে অপরিপক্ব বাদাম তুলে বাছাই করতে দেখা যায়।

তারা জানান, আরো ১৫ দিন পরে এই ফসলগুলো তুলতে পারলে দ্বিগুণ ফলন পাওয়া যেত। নদীর পানি ঢুকে পড়ায় তাড়াতাড়ি তুলে আনা হয়েছে।

কৃষকরা শঙ্কা প্রকাশ করে বলেন, উজানি ঢলে গত দু’দিনে পদ্মার পানি যেভাবে বাড়ছে তাতে অল্প সময়ে বাড়ি-ঘরে পানি উঠতে পারে। ছাত্তার মেম্বর পাড়ায় ৬ ও ৭ নম্বর ঘাটের ভাঙনও ভয়্ঙ্কর রূপ নিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া পয়েন্টের গেজ পাঠক সালমা খাতুন জানান, ‘শুক্রবার ২৪ ঘণ্টায় পদ্মার এ পয়েন্টে ৩০ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে, ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৪০ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়েছিল। পদ্মায় বর্তমানে ৬ দশমিক ২০ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে পানির স্বাভাবিক স্তর ৭ দশমিক ৯০ মিটার।

পাউবো সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে পদ্মার এ পয়েন্টে পানি বাড়া শুরু হয়। জুনের প্রথম সপ্তাহ থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর তা কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবার দ্রুতগতিতে পদ্মার পানি বাড়ছে।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল