যাত্রাবাড়ীতে মধ্যবয়সী দম্পতিকে কুপিয়ে হত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২৪, ১২:০৩, আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৬
রাজধানীর যাত্রাবাড়ীতে মধ্যবয়সী দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তারা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন।
বুধবার রাতের যেকোনো সময় যাত্রাবাড়ী পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো: তৌহিদুল হক মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। গলাসহ তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।