১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা, হতাহত ৫ বন্ধু

- ছবি - ইন্টারনেট

রাজধানী শেরেবাংলা নগর এলাকা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন আরো তিনজন। হতাহত পাঁচজনই বন্ধু ছিলেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো: সায়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)।

আহতরা হলেন রাতুল, সাগর, বিপ্লব। তাদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিক্যালে এবং একজনকে আরেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন চিকিৎসাধীন। হতাহতরা বন্ধু ছিলেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা সাইফুল ইসলাম রাজু জানান, ঈদের রাতে পাঁচ বন্ধু প্রাইভেটকারে ঘুরতে বের হয়। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারের পাঁচজন গুরুতর আহত হলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দু’জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। আরো একজনকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, নিহত রাব্বির বাসা মিরপুর মাজার রোড এলাকায়। তার বাবার নাম মো: সেলিম রেজা। রাসেলের বাসা মিরপুরের ব্লক-ই, ফাস্ট কলোনীতে। তার বাবার নাম জাকির হোসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement