০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

পদ্মায় শিশু নিখোঁজ, পরিবারে নেই ঈদ আনন্দ

পদ্মায় শিশু নিখোঁজ, পরিবারে নেই ঈদ আনন্দ -

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রোববার বিকেলে মায়ের সাথে পদ্মায় গোসল করতে নেমে তুহিন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঈদের আগের দিন ওই শিশুটি নিখোঁজ হওয়ায় পরিবারে নেই ঈদের আনন্দ। ঈদের পরিবর্তে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ তুহিন প্রামাণিক বাহের চর দৌলতদিয়া গ্রামের আমিরুল প্রামানিকের ছেলে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মায়ের সাথে গোসল করতে দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মাঝে নদীতে পড়ে শিশুটি ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা জানান, শিশুটির মা নিজে গোসল করার আগে তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় কাঁচার সময় নদীর পাড়ে খেলতে খেলতে কোনো এক সময় শিশুটি পানির স্রোতে ডুবে যায়। মা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে আর পানিতে খুঁজতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement