১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অশুভ শক্তির ফের ষড়যন্ত্রের অভিযোগ গাসিক উপদেষ্টার

-

অশুভ শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম।

শনিবার স্যাটেলাইট টিভি ‘চ্যানেল আই’-এর ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যাংকের টাকা লুট করে কিছু খারাপ  বিনিয়োগকারী গাজীপুরে শিল্প কারখানা স্থাপন করে ট্যাক্স ফাঁকি দিতে চায়। তাদেরকে ট্যাক্স ফাঁকির সুযোগ না দেয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে ও আমার মা জায়েদা খাতুনকে সরিয়ে দিয়ে ট্যাক্স ফাঁকি নির্ভিঘ্ন করতে চায়। কিন্তু এই অশুভ পক্ষের ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা গাজীপুরে নিরাপদেই আছে।’

পবিত্র ঈদুল আজহার কোরবানি পশুর বর্জ্য অপসারণ প্রসঙ্গে ওই অনুষ্ঠানের সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মেয়র জায়েদা খাতুন বলেন, ‘সিটি করপোরেশনের আওতাধীন আটটি জোনের ৫৭টি ওয়ার্ডের বর্জ্য কোরবানি করার ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে। যথাসময়ে বর্জ্য অপসারণ করা হচ্ছে কি-না তা মনিটরিং করা হবে এবং তিনি নিজেই নগরী ঘুরে তা পর্যবেক্ষণ করবেন বলেও জানান।’

গরুর হাট ইজারায় স্বজনপ্রীতি সম্পর্কে গাসিক উপদেষ্টা বলেন, ‘তার কোনো আত্মীয়-স্বজনকে গরুর হাট ইজারা দেয়া হয়নি।’ তিনি আরো বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা নিজেদের স্বার্থের জন্যই সমালোচনা করেন।  প্রশাসনের সহায়তায় চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এবং গরুর হাটবাজারগুলো ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’

নেগেটিভ খবরের শিরোনাম হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘গাজীপুর শহরে যেমন ভালো মানুষ ইন্ডাস্ট্রি করছে, তেমনি কিছু অসৎ লোকও ইন্ডাস্ট্রি করছে। যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের অসৎ প্রস্তাবে রাজি না হওয়ায় তারা মেয়র ও উপদেষ্টার বিপক্ষে মিডিয়াকে ব্যবহার করে অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

বিনিয়োগ বাধা সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘তার মেয়র থাকাকালীন ৩৮ মাসে বিনিয়োগ আরো বেড়েছে। যে জমির মূল্য ২০ লাখ ছিল, সেটার মূল্য ১ কোটি হয়েছে। আর যেটার মূল্য ১ কোটি ছিল, সেটার মূল্য ৫ কোটি হয়েছে। এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি রোডের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের বড় ব্যবসায়ীরা গাজীপুরে নিরাপদেই রয়েছে।’

ঝুট ব্যবসা নিয়ে অপপ্রচার সম্পর্কে উপদেষ্টা বলেন,  ‘ঝুট ব্যবসা অবশ্যই হালাল। তবে তিনি ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করেন না। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থা ও প্রসাশন অবগত আছে।’

বিদেশী কোম্পানির লাইসেন্স আটকে রাখা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ওই কোম্পানিটি ২০২১ সাল থেকেই বন্ধ রয়েছে এবং ২০২৩-এর আগস্ট মাসে সেটার লাইসেন্স দেয়া হয়েছে।’

রাস্তাঘাট নির্মাণে অপপ্রচার সম্পর্কে মেয়র জায়েদা বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে গাজীপুর মহানগরের রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে।’

সাবেক সফল মেয়রের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নয়নের সকল পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন নগরমাতা জায়েদা খাতুন।


আরো সংবাদ



premium cement