১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতদিয়ায় ঘরমুখি মানুষের ঢল

দৌলতদিয়ায় ঘরমুখি মানুষের ঢল - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঈদুল আজহা উপলক্ষে মমতার টানে ঘরে ফেরা মানুষের ঢল বইছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে ও শনিবার (১৫ জুন) দুপুরে সরেজমিন দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে এমনই দৃশ্য চোখে পড়ে।

এ রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চ ও ফেরীতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য নদী পার হচ্ছে। যাত্রীদের উপছে পড়া ভীড় দেখে মনে হয় যেন দৌলতদিয়া ঘাটের সেই আগের চিত্র। কোনো ভোগান্তি না থাকায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।

লঞ্চ ও ফেরি ঘাটগুলো ঘুরে দেখা যায়, পাটুরিয়া প্রান্ত থেকে যাত্রী বোঝাই লঞ্চগুলো দৌলতদিয়া প্রান্তে এসে যাত্রী নামিয়ে একপ্রকার খালি অবস্থায় পুনরায় পাটুরিয়া যাচ্ছে। দৌলতদিয়ায় হাজার হাজার যাত্রীকে লঞ্চ থেকে নেমে দ্রুত বাস টার্মিনালের দিকে যেতে দেখা যায়। দৌলতদিয়া ঘাট লঞ্চ মালিক সমিতির সুপারভাই মিলন জানান, এ রুটে ১৬টি লঞ্চ নির্বিঘ্নে যাত্রী পারাপার করছে।

এছাড়া ফেরী ঘাটগুলোতে একই দৃশ্য পরিলক্ষিত হয়। ফেরিগুলো বাস, মিনিবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও শতশত যাত্রী নিয়ে ওপার থেকে দৌলতদিয়া ভিরছে। সব যানবাহনই ঠাসা যাত্রী বোঝাই। তবে ঢাকাগামী যাত্রী প্রায় একেবারে কম ও স্বল্পসংখ্যাক যানবাহন নিয়ে নদী পার হয়ে ফেরিগুলোকে ওপার যেতে হচ্ছে।

তবে বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাওয়া গেছে। এ সময় কয়েক শ’ মৌসুমী বাসকে সড়কের পাশে ও টার্মিনালে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই সব বাসে যাত্রী তুলে দেয়ার নামে কিছু দালাল শ্রেণির লোকজনের বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।

এ সময় রাজবাড়ী ও ফরিদপুর গামী যাত্রী আঃ রহিম, টুটুল, খলিলুর রহমান সহ একাধিক যাত্রী বলেন, স্বাভাবিক সময়ের অপেক্ষায় তাদের কাছ থেকে বেশী ভাড়া নেয়া হয়েছে। দৌলতদিয়া থেকে রাজবাড়ীর ভাড়া নেয়া হয়েছে ১শ টাকা যা অন্য সময়ে মাত্র ৪০-৫০ টাকা। ফরিদপুরে ভাড়া ৮০-৯০ টাকা হলেও ১৫০ টাকা নেয়া হয়েছে। মৌসুমি বাসের কাউন্টার গুলোতেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার সালাহউদ্দিন বলেন, এরুটে ১৮টি ফেরি সচল রয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও গাড়ীর সংখ্যা কম। পাটুরিয়া ঘাটে চাপ বেশী থাকায় এপার থেকে অনেকটা লোড কম নিয়েই ফেরিগুলো ওপার যাচ্ছে।


আরো সংবাদ



premium cement