১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও ইট বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপর ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির-বনচাকী মাদরাসা-সংলগ্ন মাইঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালকের নাম মিতুল কাজী। সে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের আকমল কাজীর ছেলে।

জানা যায়, নিহত যুবক পেশাগত জীবনে পিকআপচালক। সে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ থেকে বোয়ালমারীতে ফিরছিল। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক (খুলনা মেট্রো-উ ১১-০২৩২) গাড়িটি ফেলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়াগামী ইটবোঝাই ড্রাম ট্রাকের সামনের দিক বেপরোয়া গতির মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি অতিরিক্ত পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ট্রাকটি মাঝকান্দী পারিশা অটোভাটা থেকে ইট বোঝাই করে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement