সাভার-আশুলিয়ায় মহাসড়কে যান চলাচলে ধীর গতি
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ১৫ জুন ২০২৪, ১৮:২১
পরিবারের সাথে ঈদুল আজহার উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটছে বাড়িতে। এরই মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সকল শিল্পকারখানা ছুটি হয়েছে। তাই মানুষজন সকাল থেকেই বাড়ি যাচ্ছে। তবে দুপুরের পর থেকে এর চাঁপ বেড়ে যায়। নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল, ইপিজেড, শ্রীপুর, জিরানী বাজার, কবিরপুর ও বাড়ইপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, এসব স্থানে যাত্রীদের চাঁপ রয়েছে। তবে যানবাহনও রয়েছে বেশ। তীব্র যানজট না থাকলেও ধীর গতিতে যানবাহন চলতে দেখা গেছে।
শ্রীপুর এলাকায় কথা হয় সাভার পরিবহনচালক শহিদের সাথে। তিনি জানান, নবীনগর থেকে রিজার্ভ নিয়ে রংপুরে যাচ্ছেন তিনি। তীব্র যানজট না থাকলে গাড়ির ধীর গতি রয়েছে মহাসড়কে।
মো: জুহা নামের পোশাক কারখানার এক কর্মকর্তা জানান, তিনি বগুড়ার শিবগঞ্জে যাবেন। এবারের ঈদ যাত্রা মনে হচ্ছে কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। কারণ হিসেবে তিনি জানান, এবার দীর্ঘ যানজট চোখে পড়েনি। তবে গাড়ি ও যাত্রীদের চাপ রয়েছে। ধীরে ধীরে এগুচ্ছে গাড়ি। মূলত চন্দ্রা ত্রিমোড়কে ঘিরেই যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়েছে।
রাইমা নামের এক নারী পোশাকশ্রমিক জানান, দীর্ঘ যানজট না থাকলেও ধীরে ধীরে গাড়ি যাচ্ছে। আর বাসের ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি নিচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে গণমাধ্যমকে জানান, এবারের ঈদ যাত্রাকে সামনে রেখে সামগ্রিক সব স্টোক হোল্ডার সাথে নিয়ে জেলা পুলিশ, মেট্রো পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ সবাইকে সাথে নিয়ে আমাদের এ আয়োজন ছিল এবং আমরা এখনো গুরুত্বপূর্ণ কোনো সমস্যা দেখছি না। আজকে ইন্ডাস্ট্রিগুলো শ্রমিক ভাইদের সকলকে বেতন-ভাতাদি পরিশোধ করা হয়েছে। তাই চাঁপটাও একটু বেশি হবে। আমাদের প্রস্তুতি নেয়া আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা আছে৷ তারা মোবাইলকোর্টও করছে। বাস যাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে না পারে, স্বাভাবিক চলাচল করতে পারে এবং যাত্রীরা যাতে বাস পেতে পারে সে বিষয়গুলোকে আমরা বিশেষ নজর দিচ্ছি।
জেলা প্রশাসক আরো জানান, রাতের মধ্যেই যানজট ক্লিয়ার হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা