১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পোশাক শ্রমিক রুবিয়া হত্যাকাণ্ড : রক্তমাখা ছোরাসহ গ্রেফতার ২

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক রুবিয়া হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন এসব তথ্য জানান।

এর আগে, শুক্রবার ময়মনসিংহ জেলাসহ গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত উক্ত দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা এবং একটি লাল রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কামালপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং নীলফামারী জেলার ডোমার থানার নিজবুডাবুরী গ্রামের বাদল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ইমন (২৩)।

নিহত রুবিয়া মাসুদ রানার স্ত্রী এবং শেনন সোয়েটার্স লি: এর শ্রমিক।

উল্লেখ্য, বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টায় গাজীপুর নগরীর কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর মোটরসাইকেলে তিন ছিনতাইকারী একটি অটোরিকশার গতিরোধ করে তিনজন যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয়। এ সময় ভিকটিম রুবিয়া খাতুনের ব্যানেটি ব্যাগসহ মোবাইল ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার পেটে ও ঘাড়ে উপর্যপুরী ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজসহ তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক মো: শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলাসহ গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত উক্ত ২ আসামীকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছোরা এবং একটি লাল রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল